রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ফেনীতে জনসমুদ্র নিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

আর এ জাবেদ , ফেনী

প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম

ফেনীতে জনসমুদ্র নিয়ে  ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

দীর্ঘ ১৪ বছর পর ফেনীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার  (১ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের ওয়াপদা মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও ট্রাংঙ্ক রোড প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও আহবায়ক শেখ ফরিদ বাহার।
সমাবেশে বক্তব্যে শেখ ফরিদ বাহার দীর্ঘদিন পর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল কর্মসূচির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কোন ভেদাভেদ না করে, সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের জন্য কাজ করার আহবান জানান।  
প্রসঙ্গত; ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল