এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়" নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বুধবার (০১ জানুয়ারি) শোভাযাত্রার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে গিয়ে শোভাযাত্রা শেষ। এ কর্মসূচি নিয়ে সমাপনী বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এস.এম.টি কামরান হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা কান্তা।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্কুল-কলেজের শিক্ষার্থী, উন্নয়ন সংস্থা এনজিও এর কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তারুণ্যের এই উৎসবে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। শিক্ষার্থী ও তরুণদের প্রাধান্য দিয়ে এসব কর্মসূচি পালন করা হবে। নিত্য নতুন চিন্তা-চেতনা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়া হবে। এ কর্মসূচি সুস্থ-সুন্দর দেশ ও জাতি গঠনে অনুপ্রেরণা যোগাবে।