বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

বছরের শুরুতেই সকল সেবা নিয়ে জনগনের দোরগোড়ায় নাজিরপুর উপজেলা প্রশাসন

মোঃশফিকুল ইসলাম শফিক,স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ পিএম

বছরের শুরুতেই সকল সেবা নিয়ে জনগনের দোরগোড়ায় নাজিরপুর উপজেলা প্রশাসন

পিরোজপুরের নাজিরপুরে জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইংরেজি নববর্ষের শুরুতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া আশ্রায়ন প্রকল্পের বসবাসরত বাসিন্দাদের মাঝে আজ বুধবার 
( ১ জানুয়ারী)সকাল ১০ টায় coordinated development initiative এর আওতায় ফ্রী মেডিকেল ক্যাম্প স্থাপন, কৃষি প্রণোদনা প্রধান,স্যাটেলাইট ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্য সেবা এবং শুকনো খাবার ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। 
সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ , পরিবার পরিকল্পনা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ,    উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা কৃষি বিভাগ।
সমাজের ছিন্নমূল  মানুষদে কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের  এমন জনসেবা মূলক  উদ্যোগে ও কনকনে শীতের মধ্যে কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এসব ছিন্নমূল মানুষেরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা,মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, ইসরাতুন্নেসা এশা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জওহর বালা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, খোকন চন্দ্র দাস প্রমুখ। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন  সিংহ বলেন, নিম্ন আয়ের পরিবারদের সু চিকিৎসার জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প স্থাপন, কৃষি প্রণোদনা প্রদান ,স্যাটেলাইট ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্য সেবা এবং শুকনো খাবার ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপকার ভোগী পরিবারের বিভিন্ন সমস্যা চিহ্নিত করার উদ্দেশ্যে ঘর সমূহ পরিদর্শন করে  সমস্যা গুলো তাৎক্ষণিক সমাধানের  চেষ্টা করেন।