বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

পটিয়ায় মাদক কারবারিকে ধরে পুলিশে দিল সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৫, ০৯:০১ পিএম

পটিয়ায় মাদক কারবারিকে ধরে পুলিশে দিল সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে চোলাই মদসহ 

একজন মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

 

আজ ১ জানুয়ারি (বুধবার) সকালেপটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মোজাহের আহমদের বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

 

আটককৃত আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। 

 

স্থানীয়রা জানান আলাউদ্দিনের বাড়িতে মদের আস্তানা রয়েছে গোপনে এমন খবরে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার বাড়িতে তল্লাশি চালান।

 

এ সময় তার বাড়ি থেকে আনুমানিক ১৪৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আলাউদ্দিনকে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। কালারপোল ফাঁড়ি থেকে পুলিশের একটি দল এসে জব্দকৃত মদসহ আলাউদ্দিনকে আটক করে নিয়ে যায়।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।