নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অনুপ্রবেশকারী এক মাদক কারবারিকে
আটক করে পুলিশে দিয়েছে নিরাপত্তাকর্মীরা। এসময় তার কাছ থেকে ৯ হাজার ৩৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মঙ্গলবার টানেলের আনোয়ারা প্রান্ত থেকে প্রবেশ করে পতেঙ্গা প্রান্তে গিয়ে এ ঘটনা ঘটে।
আটককৃত সোহেল কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ গোয়ালিয়া এলাকার।
জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অবৈধভাবে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে সোহেল । এসময় তাকে টানেলের নিরাপত্তাকর্মীরা ধাওয়া দিলে সড়কের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ পড়ে যায়।
এসময় তার ব্যাগ থেকে ইয়াবার একটি প্যাকেট বের হয়ে আসে। পরে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করে টানেল কর্তৃপক্ষ।
পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯ হাজার ৩৯০টি ইয়াবা নিয়ে মোটরসাইকেলে করে টানেলে ঢুকে পড়া যুবককে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
টানেলের ট্রাফিক কন্ট্রোল রুমের (টিসিআর) সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, আনোয়ারা প্রান্ত থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে টোল বক্স অতিক্রম করেন ওই যুবক। পতেঙ্গা প্রান্তে তাকে আমাদের লোকজন ব্যারিকেড দিয়ে আটকে দিলে ছিটকে পড়েন এবং ব্যাগ ভর্তি ইয়াবা পাওয়া যায়।
পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটক সোহেল কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসছিলেন। তিনি টানেলের সংরক্ষিত সড়ক ও টানেল দিয়ে মোটরসাইকেল চলাচল নিষেধের কথা না জেনে প্রবেশ করেন। ওই সময় তার পেছন পেছন একটি গাড়ি নিয়ে ছুটতে থাকেন টানেলের নিরাপত্তাকর্মীরা।