ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। তবে অভিযানে কেউ গ্রেফতার হয়নি। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে যৌথ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (০১ জানুয়ারি) দিবাগত রাতে মধুগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান করা কারারী। অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ। ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারী মাসুদ রানা প্রকাশ পিস্তল রানাকে আটকের জন্য অভিযানটি পরিচালনা করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেরে মধুগ্রাম এলাকায় রাস্তার পাশে অস্ত্র ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি দেশীয় রাইফেল, ১টি রিভালবার ও ৫ রাউন্ড রিভালবার গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক কারবারী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত; গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর আওয়ামীলীগ নেতাকর্মীদের গুলিতে অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হয়। ইতিমধ্যে ফেনী মডেল থানায় ৭টি হত্যা মামলা হয়েছে। এসব মামলায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের দুই হাজার নেতাকর্মীকে আসামী করা হয়।