ওয়ালী উল্লাহ, খাগড়াছড়ি
নববর্ষের প্রথম দিন সারা দেশের সঙ্গে একযোগে খাগড়াছড়ি জেলা রামগড়ের
বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বছরের নতুন বই।
১ জানুয়ারি বুধবার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলি উল্লাহ ।
বই উৎসব অনুষ্ঠানে শিক্ষক বৃন্দ বলেন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারায় সরকার প্রধান কে ধন্যবাদ জানিয়ে বলেন, বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে পারা নজির পৃথিবীতে আর কোথাও নেই। এক সময় নতুন বই পাওয়া ছিল সোনার হরিণের মতো,নতুন বই পেয়ে প্রিয় শিক্ষার্থী তোমরা যেমন আনন্দিত আমরাও তেমনি আনন্দিত।
অত্র প্রতিষ্ঠান শিক্ষক বলেন, এমন একটা সময় ছিল যখন সমাজের ধনাঢ্য ব্যক্তিদের সন্তানেরাই নতুন বইয়ের ঘ্রাণ নিতে পারতো। দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের জন্য নতুন বই ছিল সোনার হরিণ। অর্থাভাবে বই কিনতে না পেরে বহু শিক্ষার্থীর পড়াশুনা প্রাথমিক স্তরেই থেমে যেত। এখন আর বইয়ের অভাবে কারো পড়াশোনা মাঝ পথে থমকে যাই না। কোনো পরিবারে যদি একটি সন্তান মাদকাসক্ত হয় তাহলে সেই পরিবারে আর কোনো শান্তি থাকে না। সেই পরিবার সামাজিকভাবে নিগৃহীত হয়। তাই সন্তানদের সময় দিতে হবে ও খোজ খবর নিতেহবে । তাদের চাল-চলন, আচার-আচরণের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো।
এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থী অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।