রাঙামাটির লংগদুতে সেনাবাহিনী সদস্যদের টহলরত অবস্থায় পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সশস্ত্র সন্ত্রাসী হামলা পরবর্তি বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২রা জানুয়ারী) সকালে লংগদু উপজেলার কিসিং ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। ৭নং লংগদু ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার জগদিশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, প্রসিত বিকাশ চাকমার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর একটি দল অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যেও ভিত্তিতে ওই এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল গেলে সশস্ত্র সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। সেনাবাহিনীর সদস্যরা এসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের বন্দুকযুদ্ধে ইউপিডিএফ‘র এক সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের সাথে যোগাযোগ করতে বেশ কয়েকবার ফোন করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে এসআই রব্বানীর সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি জানান, কিসিং ছড়া এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগীতায় আমরা একটি লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও লাশের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।