সন্দ্বীপ প্রতিনিধি
সন্দ্বীপে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে বণার্ঢ্য ওয়াকাথন অনুষ্ঠিত হয়েছে। "নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যে ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সমাজসেবা অফিস থেকে উপজেলা পরিষদ কমপ্লেক্স গেইট পর্যন্ত এই ওয়াকাথন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলমের সভাপতিত্বে ওয়াকাথনে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, কৃষি অফিসার মারুফ হোসেন, মৎস্য অফিসার আতিকুল্লাহ, নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, খাদ্য অফিসার মাইফুল ইসলাম সাংবাদিক ইলিয়াছ সুমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।