ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের সদস্যরা গুলিস্তানে বাসে হারিয়ে যাওয়া ৪৫ হাজার টাকা প্রকৃত মালিক মোহাম্মদ নাজমুল ইসলামকে ফিরিয়ে দিয়েছেন।
ঘটনার বিবরণ:বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ০৯:০০ ঘটিকায় শ্রাবণ পরিবহনের একটি বাসে ডেমরা থেকে গুলিস্তান আসছিলেন মোহাম্মদ নাজমুল ইসলাম (৪৩)। গুলিস্তানে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন যে তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও টাকার কোন হদিস না পেয়ে তিনি আর আশা ছেড়ে দেন।
টাকার খোঁজ পেয়ে উদ্ধার:এদিকে, শ্রাবণ পরিবহনের একটি বাসের যাত্রী একটি খামে থাকা ৪৫ হাজার টাকা এবং একটি এনআইডি কার্ডের ফটোকপি পেয়ে তা গুলিস্তানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মোহাম্মদ মেজবাহ উদ্দিনের কাছে জমা দেন।
টিআই মেজবাহ উদ্দিন বিষয়টি জানিয়ে দেন মতিঝিল ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার শইমী ইমতিয়াজকে। এনআইডি কার্ডের ফটোকপির মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল নম্বর সংগ্রহ করা হয় এবং মোহাম্মদ নাজমুল ইসলামকে ফোন করে তার হারানো টাকার বিষয়ে জানানো হয়।
টাকা ফেরত পাওয়া:মোহাম্মদ নাজমুল ইসলাম থানায় এসে তার হারানো ৪৫ হাজার টাকা যাচাই-বাছাইয়ের পর ফেরত পান।
প্রতিক্রিয়া:হারানো টাকা ফিরে পেয়ে মোহাম্মদ নাজমুল ইসলাম বাংলাদেশ পুলিশ তথা ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, "আমি কখনও ভাবতে পারিনি যে আমার হারানো টাকা আবার ফিরে পাবো। পুলিশের এই আন্তরিক সাহায্যের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।"
এটি একটি দৃষ্টান্তমূলক ঘটনা যা পুলিশের কার্যক্রমের প্রতি সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাসকে আরও দৃঢ় করবে।