শেরপুরে অনুষ্ঠিত হলো ফসলের মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাড়ের মই দৌড় খেলা। হারিয়ে যেতে বসা কৃষকের আনন্দের এ খেলাকে ধরে রাখার জন্য করা হয়েছিলো মাসব্যাপী এ আয়োজন। হাজার হাজার কৃষক ও গ্রামের সাধারণ মানুষের আনন্দ দেয় ঐতিহ্যবাহী এই আয়োজন। সেই সঙ্গে ধরে রাখা হয় বাপ-দাদার স্মৃতিও।
শেরপুরের শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া খোলামাঠে আয়োজন করা হয়েছিল মই দৌঁড়ের অভিনব এ প্রতিযোগিতা। ৪ জানুয়ারি ফাইনালের মাধ্যমে এ খেলার সমাপ্তি ঘটে।
এতে বিজয়ী হয়, কদমতলি এলাকার নাজমুল মন্ডল ও রবিউল মন্ডল পৃথক দুটি ইভেন্টে বিজয়ী হয়। রানার আপ হয় আলমগীর মন্ডল ও হাফিজুর মন্ডলে মই।
খেলা শেষে বিজয়ী মইয়ের মালিকদের হাতে পুরষ্কার হিসেবে গরু ও ছাগল তুলে দেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা মুসারফ হোসেন মুসা, মাহফুজুর রহমান মোল্লা, আয়োজক মোঃ ফারুক হোসেন ও খেলার পরিচালক আব্দুল হামিদসহ আরো অনেকে।
চারটি ষাঁড় গরু দিয়ে একটি মইয়ে থাকে দুই জন ময়েল ও তিনজন ধরাল। প্রতিযোগিতার জন্য দুটি করে মই নিয়ে দাঁড়ানো হয় লাইনে। অপেক্ষা বাঁশির ফুঁ শোনার, অবশেষে বাঁজলো বাঁশি আর সেই শব্দে শুরু হয় মই নিয়ে প্রথম হওয়ার লক্ষে দৌঁড়। বাপ দাদার আমলের থেকে চলে আসা এ খেলা ধরে রাখতেই বিভিন্ন স্থানে যান মইয়েল, ধরাল, ষাড় ও মইয়ের মালিকরা। এ খেলায় ৩২টি মই দল অংশ গ্রহণ করে।