প্রতিবছর নানা আয়োজনের মাধ্যমে জন্মদিন উদযাপন করলেও এবার ভিন্নভাবে জন্মদিন উদযাপন করবেন বলে জানিয়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী এবং নাইকা সুবর্ণা মজুমদার।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের শুরু করেন তিনি। সূবর্ণা বলেন এবারের জন্মদিন টা ভিন্ন ভাবে পালন করতে চাই। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য দিনের শুরুতেই বাসায় ছয় জন হুজুর এনে কোরআন তেলাওয়াত করিয়েছি। বিকেলে বাসায় মিলাদ পড়িয়ে মোনাজাতের আয়োজন করেছি। সন্ধ্যায় কমলাপুর গিয়ে শীতে কষ্ট পাওয়া মানুষদের মাঝে কম্বল বিতরণ করব এবং রাতে খিলগাঁও গিয়ে পথশিশুদের সাথে রাতের খাবার খাবো।
জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণ মজুমদার দাপটের সাথে টিভিতে অভিনয় করছেন। তিনি নিয়মিত অভিনয় করছেন জনপ্রিয় টিভি প্রোগ্রাম ইত্যাদি সহ নাটক, বিজ্ঞাপন এবং বড় পর্দায়। সাইফুল ইসলাম মান্নুর "অনাবৃত" চলচিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুবর্ণ মজুমদারের। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে এইচ আর হাবিবের "জলকিরণ" এবং রাশেদ পলাশের "তরী"।
সূবর্ণা দৈনিক আজকের বাংলার প্রতিনিধি মোহাম্মদ জুনায়েদ কে বলেন দিন শেষে আমরা যেহেতু মুসলিম তাই আমাদের সবার উচিত জন্মদিনটা ভালো কাজের মাধ্যমে শুরু করা যেন পুরো বছরটা ভালো কাজের মাধ্যমে অতিবাহিত করতে পারি।