বাংলাদেশ কে বদলাই, বিশ্বকে বদলাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্ভোধন করা হয় ।
রবিবার (৫ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার মিনি স্টেডিয়ামে উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক জনাব সাদিয়া ইসলাম সীমা খেলার উদ্ভোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব শিহাব উদ্দিন খান,একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।
এছাড়াও প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মাজাহারুল ইসলাম সোহেল,কাজিয়াকান্দা কামিল মাদ্রাসার শারীরিক শিক্ষক জনাব নজরুল ইসলাম,ফুলপুর পাইলট সরকারী স্কুলে শারীরিক শিক্ষক জনাব সালেহ্ আহমেদ তারুণ্যের উৎসব-২০২৫ বাস্তবায়ন উপকমিটি র কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন,তারুণ্যের উৎসব বাস্তবায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাকে নিয়ে ১১ দিন ব্যাপি এ্যাথলেটিক্স প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ এই আয়োজনের উদ্ভোধনের মধ্যে শুরু করা হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫ এর।