চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ পুলিশের ৪০ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা।
রোববার (৫ জানুয়ারি) রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এর আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে ৪০ তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়।
অবস্থান কর্মসূচি নিয়ে আয়োজকদের একজন রবিউল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে নিজের পকেটের টাকা দিয়ে প্রশিক্ষণ নিয়েছি। সবাই আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের পরিবার এই চাকরির জন্য কত কিছুই ত্যাগ করেছে কিন্তু আজ আমরা অব্যাহতিপ্রাপ্ত।এ যন্ত্রণা বোঝানোর মতো নয়।
রবিউল বলেন, আমাদের অন্যায়ভাবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমরা সরকারের কাছে আহ্বান করবো দ্রুত আমাদের চাকরিতে পুনর্বহাল করার।
সাজেদুল নামের আরেকজন বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আইজিপি স্যার বরাবর এবং গুরুত্বপূর্ণ সব দপ্তরে স্মারকলিপি দিয়েছি। কোনো সাড়া পাচ্ছি না। আজ আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করবো। সেখানে আরও বিস্তারিত তুলে ধরা হবে।