সোমবার, এপ্রিল ২১, ২০২৫

কোম্পানীগঞ্জে এস,এ,এইচ কনস্ট্রাকশনে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রমজান আলী , কোম্পানীগঞ্জ

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৫, ০১:০১ পিএম

কোম্পানীগঞ্জে এস,এ,এইচ কনস্ট্রাকশনে হামলা, ভাংচুর ও  লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শনিবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলার সংযোগস্থল ব্রীজ সংলগ্ন খেয়াঘাট এলাকার এস,এ,এইচ কনস্ট্রাকশনে জোবায়ের এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার রাতে সংবাদ সম্মেলন করেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ ও কবিরহাট বালু ব্যবসায়ী এসোসিয়েশন এর সভাপতি মতোয়াক্কেল বিল্লাহ ওরফে সোহেল সিরাজী। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস,এ,এইচ কনস্ট্রাকশন এর চেয়ারম্যান সোহেল সিরাজী বলেন,আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর হতে অদ্যাবধি সুন্দর ও শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আস্তর বালু ক্রয় করে পাইকারি ও খুচরা এ আস্তর বালু বিক্রি করে আসছি। এখানে আমরা ঠিকাদার ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে কম মূল্যে বালু বিক্রি করছি, যেখানে শুভপুর হতে বালু ক্রয় করতে লাগতো ৬০ টাকা,আর আমরা বালু বিক্রি করি ২৯ টাকায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল কিছু কুচক্রী মহলের ইন্ধনে ছাত্রদের ব্যবহার করে,ছাত্র-জনতার ব্যানারে আজ জুবায়ের এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়।এতে আমাদের অফিস, ক্যাশবাক্স,সিসি ক্যামেরা ভাংচুর ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যায়। ক্যাশে থাকা ১২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। নির্বিচারে ধ্বংস লীলা চালায়। 
এ সন্ত্রাসী কর্মকান্ডে ছাত্রজনতার ব্যানারে চরমনাইয়ের পীরের সমর্থকরাও জড়িত। তিনি আরও জানান, তাৎক্ষণিক সেনাবাহিনী আসার কারণে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা পায়। আমরা এসকল সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই ও সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জোর দাবী জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন এস,এ,এইচ কনস্ট্রাকশন এর ম্যানেজিং ডিরেক্টর হোসাইন কবির আরাফাত,নোয়াখালী ট্রেডার্স এর চেয়ারম্যান মোঃ ইব্রাহিম, সেজান এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান বেলাল হোসেন, মক্কা এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান বেলায়েত হোসেন, জে,এস,এস ট্রেডার্স এর চেয়ারম্যান আমিনুল ইসলাম খসরু ও নুর এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান কামরুল ইসলাম। 
উল্লেখ্য, রোববার বিকেলে জোবায়ের এর নেতৃত্বে একদল সন্ত্রাসী সোহেল সিরাজীর মালিকানাধীন এস,এ,এইচ কনস্ট্রাকশনে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।