কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা গতকাল পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে অনুস্টিত হয়।
কল্যাণ সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের সমস্যা ও প্রস্তাবনা মাসিক কল্যাণ সভায় উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শুনেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। সভাপতি মহোদয় সাহসিকতা, সততা ,নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
উক্ত মাসিক কল্যাণ সভা শেষ করে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সকাল ১১:০০ ঘটিকায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার, কক্সবাজার মহোদয় ।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ক্রাইম এন্ড অপস্, কক্সবাজার, জনাব নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কক্সবাজার, জনাব অলক বিশ্বাস, জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক), জনাব আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেল সহ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি ও এপিবিএন এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।