বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫

আবাসন আইন লঙ্ঘন ঠেকাতে কঠোর অবস্থানে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৫, ০৬:০১ পিএম

আবাসন আইন লঙ্ঘন ঠেকাতে কঠোর অবস্থানে কুয়েত

কুয়েতের নতুন আবাসন আইনের অধীনে আবাসন লঙ্ঘনের জন্য জরিমানা সর্বোচ্চ ৬শ কুয়েতি দিনার থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) থেকে এই আইনের প্রয়োগ কার্যকর হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম কুয়েত টাইমসসহ একাধিক স্থানীয় মিডিয়ায় এই খবর প্রকাশ করে।
২০২৪ সালে আবাসন আইনের লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার হওয়া বিভিন্ন দেশের ৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়ে জানিয়েছে, দেশটিতে যারা কাজের ভিসা নিয়ে কুয়েতে আসেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নবায়নে ব্যর্থ হন তাদের প্রথম মাসে দৈনিক ২ দিনার এবং পরবর্তী মাস হতে প্রতিদিন ৪ দিনার জরিমানা করা হবে যার সর্বোচ্চ মোট ১২শ কুয়েতি দিনার পর্যন্ত।
এছাড়া পারিবারিক ভিসা, ব্যবসায়িক ভিসা, ভ্রমণ  ভিসা এবং একইভাবে সমস্ত ধরনের ভিজিট ভিসা লঙ্ঘনকারীদের জন্য, মেয়াদের অতিরিক্ত থাকার জন্য প্রতিদিন ১০ দিনার জরিমানা আগের মতোই, তবে নতুন আইনের অধীনে সর্বোচ্চ ২ হাজার দিনার পর্যন্ত জরিমানা আসবে। দেশটিতে টাকার মান বেশি হওয়ায় দালাল চক্রের লোভনীয় ফাঁদে পড়ে চড়া দামে ভিসা কিনে ক্লিনিং কোম্পানিতে আসা এবং স্থানীয় নাগরিকদের বাসার কাজে আসার কথা কাজে মিল খুঁজে না পেয়ে ধারদেনা পরিশোধ করতে বৈধ ভিসায় এসেও অবৈধ হয়ে যায় অনেক বাংলাদেশি প্রবাসী।