বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

হাদিরা ইউনিয়নে চোরের উপদ্রব বেড়ে চলছে

রাহাত শরীফ , গোপালপুর

প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৫, ০২:০১ পিএম

হাদিরা ইউনিয়নে চোরের উপদ্রব বেড়ে চলছে

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নে দিন দিন চোরের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে, যা এলাকায় নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।
বিশেষ করে রাতে বাড়িঘর, দোকানপাট এবং মাঠের ফসল চুরির ঘটনা বেড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা অভিযোগ করেন, প্রশাসনের তৎপরতার অভাবে চোরেরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
স্থানীয় বাসিন্দা মো.সানোয়ার জানায়  "৮ তারিখ রাতে তার সেচ মটর চুরি হয়। এভাবে চলতে থাকলে আমাদের কৃষিকার কেন ঘটব।
স্থানীয় জনপ্রতিনিধিরা চোরদের দমন ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
পরামর্শ:
এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন করেছেন, যেন রাত্রিকালীন টহল জোরদার করা হয় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।