শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫

বাদ পড়লেন লিটন দাস

ক্রিয়া ডেস্ক

প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৫, ০৬:০১ পিএম

বাদ পড়লেন লিটন দাস

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। জাতীয় দলের পর বিপিএলেও ব্যাট হাতে ছন্দে নেই। এবার ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকেও বাদ পড়লেন লিটন। তার জায়গায় সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দিপু। 
এ ছাড়া সবশেষ ম্যাচ খেলা হাবিবুর রহমান সোহানও নেই একাদশে। আমির হামজাকে সরিয়ে ফেরানো হয়েছে স্টিফেন এস্কিনাজি এবং ফারমানউল্লাহ শাফিকে।

লিটনের মতো বাজে সময়ে তার দল ঢাকা ক্যাপিটালসও। আসরে চার ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের মুখে দেখেনি শাকিব খানের দল। আজ (বৃহস্পতিবার) জয়খরা কাটানোর লক্ষ্যে চিটাগং কিংসের মুখোমুখি হচ্ছে ঢাকা। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে থিসারা পেরেরারা। 
ঢাকা ক্যাপিটাল একাদশ - পেরেরা, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, স্টিফেন এস্কিনাজি, মুস্তাফিজুর রহমান, জেসন রয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন সৈকত এবং ফারমানউল্লাহ শাফি।