শেরপুরের সীমান্তবর্তী উপজেলাগুলোতে ঝেঁকে বসেছে শীত। আর এই শীতে ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত রোদের দেখা মেলে না। আর সরকারিভাবে যে পরিমান শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইগাতীতে ৫ শতাধিক দরিদ্র অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে ভয়েজ অব ঝিনাইগাতী। শীতার্তদের উষ্ণতার ছোয়ার ব্যানরে ১০ জানুয়ারি বেলা ১২ টায় এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, সাবেক সংসদ ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।
আয়োজক সংগঠনের সভাপতি জাহিদুল হক মনিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ আরো অনেকে।
জানা যায়, ভয়েজ অব ঝিনাইগাতী ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয়। এর প্রতিষ্ঠা করেন গ্লেট ফার্মার গবেষক ডা. জাফর ইকবাল। সংগঠনটির পক্ষ থেকে এবার ৮ম বারের মত শীতার্ত পাচঁ শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।