শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানসহ উপজেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য বৃন্দ ও খেলার পরিচালক গন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।