বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

পিরোজপুরে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

এম এ মুন্না, পিরোজপুর

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৫, ০৮:০১ পিএম

পিরোজপুরে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার ৭ নং শংকরপাশা ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ই জানুয়ারি) শংকরপাশা জি হায়দার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪ ঘটিকায় উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তানজীর রশিদ বাপ্পি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল আলম স্বজল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাদিম মল্লিক, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম আকন রেজা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাহাত হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ছাত্র, যুবক, বৃদ্ধ সবাইকে একসাথে কাজ করতে হবে এবং ৩১ দফা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে হবে। এই হোক আমাদের অঙ্গীকার।
কর্মী সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।