বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করছে বিজিবি

মোহাম্মদ খোরশেদ হেলালী , কক্সবাজার

প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ পিএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে  ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার  করছে বিজিবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 


রোববার (১২ জানুয়ারি) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার উত্তর-পূর্ব দিকে ডাবল জোড়া এলাকা থেকে মাদকের চালানটি জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান।

লেফট্যানেন্ট কর্নেল আশিক বলেন, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে গোপনে তথ্য পেয়ে দমদমিয়া চৌকির ৫টি নৌ-টহল দল নাফ নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। 

এক পর্যায়ে ককশিটের ভেলায় করে দুজন ব্যক্তিকে মাদক নিয়ে নাফ নদী সাঁতরে পারাপারের সময় বিজিবির টহলদলের মুখে পড়ে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলটি ভেলাটি ফেলে রাতের আঁধার এবং ঘন কুয়াশার মধ্যে নাফ নদী সাঁতরে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অপর পাশে পালিয়ে যায়।

তিনি বলেন, পরে নৌটহলদল তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ভেলা থেকে দুটি মাদক ভর্তি চটের বস্তা উদ্ধার করে। পরে ওই চটের বস্তার ভেতর থেকে ২৫টি প্যাকেটে ভরা ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে কোনো চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি বলে লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।