নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা থেকে নারী শিশু নির্যাতন, মারামারি, চাঁদাবাজি, ইয়াবাসহ জিআর সাজা পরোয়ানা ভুক্ত সহ ১১ আসামিকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
শনিবার দিনগত রাতে বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বাকলিয়া থানার সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি ৯জন নারী শিশু নির্যাতন মামালায় একজন এবং ১০০ পিস ইয়াবা টেবলেটসহ মোট ১১ জন আসামীকে আটক করা হয়েছে।
এবিষয়ে নগরীর বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন জানান, অভিযানে আটকৃত আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক পরোয়ানাভুক্ত মামলা রয়েছে। আটককৃতদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানো হয়েছে।