টাঙ্গাইলের ধনবাড়িতে সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর সহ চিকিৎসকদের বিরুদ্ধে সাম্প্রতি মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত করেছেন এলাকাবাসী।
ধনবাড়ী সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচীতে স্বাস্থ্য সেবায় বর্তমান উপজেলা হাসপাতাল প্রশাসনের প্রশংসা করা হয়।
সেখানে বলা হয় স্বাস্থ্য সেবায় সুষ্ঠ পরিবেশ থাকার কারণে এক ধরনের চিকিৎসা ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে গেছে তাদের ব্যবসায় মন্দা। তাই সংশ্লিষ্টরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এখান থেকে সরাতে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য বিভাগকে সচেতন থাকার আহবান জানিয়েছেন।
এসয় বক্তব্য রাখেন, সমাজসেবক হাফেজ খায়রুল ইসলাম, সমাজ সেবক কামরুল হাসান মাসুদ,ওয়ার্ড বিএনপির নেতা আবু ইউসুফ, সাইফুল ইসলাম সজিব প্রমুখ।