বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

ফেনীর যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আর এ জাবেদ , ফেনী

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম

ফেনীর যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফেনী পৌরসভাধীন উত্তর সহদেবপুরে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর  সহকারী পরিচালক  মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে  ০৯ জন ডিএনসি সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্য ও ফেনী মডেল থানার উপপরিদর্শক জনাব বেলাল হোসেনসহ ০৫ জন পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম ফেনী সদর থানাধীন উত্তর সহদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে (এক কেজি বিশ গ্রাম) কেজি গাঁজা ও মাদক বিক্রয়লব্ধ  (ছয় হাজার দশ) টাকাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানাধীন উত্তর সহদেবপুর জামালের ভাড়াটিয়া আসামী হাসানের পশ্চিমমুখি সেমিপাকা (দুই) কক্ষ বিশিষ্ট বসতঘর, জেলা-ফেনী।
গ্রেফতারকৃত আসামীদের শাহাদাত হোসেন রাসেল (১৯)-, পিতা-মোঃ জামাল, মাতা-সোনাবানু, স্থায়ী বুইচ্চার টেক (আবুল দরবেশের বাড়ি), মতিগঞ্জ ইউপি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী। বর্তমানে-উত্তর সহদেবপুর (জামালের ভাড়াটিয়া), রেললাইন সংলগ্ন, ফেনী পৌরসভা, থানা ও জেলা-ফেনী।
ফাতেমা (৪৫)-পলাতক, স্বামী-মুন্না (সাবেক স্বামী-মামুন), পিতা-মৃত, মন্ত্র মিয়া, স্থায়ী  বাউরঘুমা (তালুক), কবরস্থান সংলগ্ন, থানা-পরশুরাম, জেলা-ফেনী। বর্তমানে- উত্তর সহদেবপুর (কোহিনুর কমিশনারের ভাড়াটিয়া), ফেনী পৌরসভা, থানা ও জেলা-ফেনী।
হাসান (২৮)-পলাতক, পিতা-মৃত, আব্দুল আজিজ, স্থায়ী সাং- বিরিঞ্চি (বড় বাড়ি), থানা-ফেনী মডেল, জেলা-ফেনী। বর্তমান সাং-উত্তর সহদেবপুর, ০৩নং ওয়ার্ড, থানা-ফেনী মডেল, জেলা-ফেনী।
আলামত: ১. একটি সিনথেটিক ব্যাগের ভিতর কাগজ দ্বারা মোড়ানো গাঁজার পোটলা ১৩১ (একশত একত্রিশ)টি যার ওজন ১.০২০ (এক কেজি বিশ গ্রাম) কেজি। ২. একই ব্যাগের ভিতর মাদক বিক্রিত বাংলাদেশী টাকা  (ছয় হাজার দশ) টাকা।
 ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তিদেরকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর সহকারী পরিচালক জনাব মোঃ বেলাল হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।