মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা মৎস্যজীবী দলের কম্বল বিতরণ

মাহমুদুল হাসান মুক্তা , জামালপুর

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ পিএম

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা মৎস্যজীবী দলের কম্বল বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখা। সোমবার বিকেলে মেষ্টা বীরমল্লিকপুর ফুলারপাড়া মাদরাসা মাঠে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। 
শীতবস্ত্র বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 
প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি সবসময় যেকোন দূর্যোগে অসহায় মানুষের পাশে ছিল। আগামীদিনেও থাকবে। তিনি বলেন, বিএনপি আগামীদিনে ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এসময় তিনি জেলা মৎস্যজীবী দলের সকল নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথিসহ মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সাহেব আলী প্রমুখ। 
অনুঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।