"এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই",এই শ্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে, উপজেলা শিক্ষা অফিস নকলা,শেরপুর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা)আয়োজন করেন, এতে সভাপতিত্ব করেন, জনাব দীপ জন মিত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা নকলা, শেরপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নকলা উপজেলা বিএনপি'র আহবায়ক জনাব আলহাজ্ব খুরশেদুর রহমান সাহেব সাবেক চেয়ারম্যান ৭ নং টালকি ইউনিয়ন পরিষদ। তিনি ছাত্র, ছাত্রী দের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং শ্রেষ্ঠ খেলোয়ারদের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কৃত করে একবিরল দৃষ্টান্ত স্থাপন করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি জনাব সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক জনাব লুৎফর রহমান উজ্জল।
উক্ত খেলায় বালক দলের চ্যাম্পিয়ন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নকলা, শেরপুর ও বালিকা দলের চ্যাম্পিয়ন নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ও নকলা উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান ৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ জনাব আলহাজ্ব মাহমুদুল হক দুলাল সাহেব, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম জাহিদ।
বক্তব্য রাখেন জনাব মনিরুল ইসলাম উপজেলা শিক্ষা কর্মকর্তা, জনাব পার্থ পাল সহ:উপজেলা শিক্ষা কর্মকর্তা , আব্দুল্লাহ আল নাহিদ সহ:উপজেলা শিক্ষা কর্মকর্তা নকলা, শেরপুর।