কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে।
১৪ জানুয়ারি, মঙ্গলবার বিকেল ২:০০টায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট উপস্থাপনায় ২য় স্থান অধিকার করে। তাদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কামরুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন এই সাফল্যের জন্য শিক্ষার্থী ও শিক্ষক দলের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান।