বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

অবাক করা ঘটনা !! এক কলা গাছে ৩ মোছা ও এক কাঁধি কলা

রাহাত শরীফ , গোপালপুর

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম

অবাক করা ঘটনা !! এক কলা গাছে ৩ মোছা ও এক কাঁধি কলা

টাঙ্গাইল গোপালপুরের ধোপাকান্দি ইউনিয়নে বরুরিয়া গ্রামের  অবাক করা ঘটনা! এক কলা গাছে দেখা গেছে তিনটি মোছা ও একটি কাঁধি কলা। এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সাধারণত একটি কলা গাছে একটিই মোছা হয়। তবে এই গাছের এমন অস্বাভাবিকতা অনেকের কৌতূহল ও বিস্ময়ের জন্ম দিয়েছে।
স্থানীয় কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো জিনগত পরিবর্তন বা বিশেষ পরিবেশগত কারণে হতে পারে। তবে সাধারণ মানুষ একে অলৌকিক ঘটনা বলে মনে করছেন। বিষয়টি আরও বিশ্লেষণ করা হলে প্রকৃত কারণ জানা যাবে।
একালার স্থানীয় বাসিন্দা মোঃ আসাদ বলেন,এ ধরনের ঘটনা নতুন এবং তিনি এটি প্রথম দেখেছেন
কলা গাছটির মালিক ওসমান গনী জানান,গাছটি তার নিজের এবং প্রথমে একটি কাদিঁ থাকলেও পরে সেটা তিনটি মোচায় পরিণত হয়।