গত ৯ জানুয়ারি/২৫ইং রাত ৮.৩০ ঘটিকায় খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু (৫৫) পিতা-মোঃ গোলাম আকবর, উত্তর দেয়ানা, থানা-দৌলতপুর, জেলা-খুলনা কে পর্যটন নগরী কক্সবাজার শহরের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকায় হোটেল সীগাল এর পশ্চিম পার্শ্বে ফুটপাতে অজ্ঞাতনামা আসামী/আসামীরা মাথায় গুলি করে পালিয়ে যায়। পর্যটন নগরীর গুরুত্বপূর্ন স্থানে এমন হত্যাকা- দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামী/আসামীদের বিরুদ্বে এজাহার দায়ের করলে কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১৮/১৮, তারিখ-১০/০১/২০২৫খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আহমেদ পেয়ার এর নেতৃত্বে কক্সবাজার সদর মডেল থানার একটি টিম ঘটনার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের লক্ষ্যে কাজ শুরু করেন। তারই ধারাবাহিকতায় গতকাল ১৪/০১/২০২৫ খ্রি. অপরাহ্নে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আভিযানিক টিম মৌলভীবাজার জেলার জিড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার সিটি কপোর্রেশনের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু হত্যার ঘটনায় জড়িত আসামী ১। শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু (২৬), ২। মোঃ গোলাম রসুল (২৫) ও ৩। রিতু (২৩) দের গ্রেফতার করে। পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্যমতে কক্সবাজার সদর মডেল থানাধীন কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের অন্তগর্ত কলাতলী রোড সংলগ্ন সৈকত বহুমুখী সমবায় সমিতি আবাসিক এলাকায় কক্স কুইন রিসোর্টের ২০৮নং কক্ষের চিলেকোঠা হতে হত্যাকান্ডে ব্যবহৃত ০১ (এক)টি আগ্নেয়াস্ত্র ও ০৪ (চার) রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ব শত্রুতা ও এলাকার প্রভাব বিস্তারের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয় ।