রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু সেনা জোনের আয়োজনে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিতসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে জোনের অডিটোরিয়ামে জোন অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়া পিএসসি’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ সহ গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায়, মানুষের মৌলিক অধিকার ও চাঁদাবাজি এবং ভূমি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার এবং এলাকার জনসাধারণের সচেতন থাকার জন্য আলচনা করা হয়।এছাড়াও লংগদু থেকে নানিয়ারচর সড়কের কাজ দ্রুততম সময়ে শুরু করার দৃষ্টিগোচর করা হয়। সর্বপরি সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো রেখে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহবান জানানো হয়।
এর আগে পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র অসহায় মানুষ ও গরীব এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
লংগদু জোনের আওতাধীন লংগদু উপজেলার পাহাড়ী বাঙ্গালী অসহায় শীতার্তদের মাঝে শতাধিক শীতবস্ত্ৰ কম্বল, সাল ও সোয়েটার বিতরণ করা হয়।
এছাড়াও স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।