বাঁশখালীতে পরিবেশ আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করার দায়ে জয়নাল আবেদিন চৌধুরী ঝন্টুর মালিকানাধীন এম বি এম ব্রিকসকে এক লাখ এবং শাহাদাত হোসেন চৌধুরী ছোটনের মালিকানাধীন মেসার্স খাজা আজমীর ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দীন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা রশিদ আহমেদ, বাঁশখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনের ২০১৩ (সংশোধিত-২০১৯) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় দুই ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ আইন অমান্য করে পরিচালিত অন্যান্য ইটভাটায়ও জনস্বার্থে অভিযান পরিচালিত হবে।