গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানব সম্পদ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ছে।
আজ বুধবার বাপার্ডের প্রশিক্ষণ কক্ষে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি'র আয়োজনে এ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের উপ প্রধান উপসচিব দিলরুবা আহমেদ, বাপার্ডের পরিচালক কৃষিবিদ মো: মাহমুদুন্নবী, যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মো: আব্দুল গণি মিনা,উপ পরিচালক মো: মোর্শেদ হাসান মোস্তফা,সহকারী পরিচালক শেখ নাইমুর রহমান,ট্রেনি এনালিস্ট সোনিয়া আক্তার লাইজু বক্তব্য রাখেন।
প্রশিক্ষনে উপজেলার জাগরণী সংস্থা, আরডিএস, সেডবোর্ড, সিসিডিবিসহ ১৬টি এনজিওএর ৬০ জন কর্মকর্তা প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন।