ফরিদপুরের কোতোয়ালি থানার অধীন শিবরামপুরে দীর্ঘদিন অচলাবস্থায় থাকা পুলিশ বক্সটি পুনর্নির্মাণ ও সংস্কারের পর উদ্বোধন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় ভেঙে পড়া এই পুলিশ বক্সটি নতুনভাবে নির্মাণ করে এলাকাবাসীর জন্য আবারও কার্যকর করা হয়েছে।
গত ২১ জানুয়ারি, এক অনাড়ম্বর অনুষ্ঠানে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান পুলিশ বক্সটির শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- মাচ্চর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন মৌলভী, জেলা বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান চৌধুরী পংকজ, মাচ্চর ইউপি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহান মুন্সী, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন বিশ্বাস বাবু, আসিফ বিশ্বাস, আলি রাজবিন আজম, আনাম ওয়াহিদ প্রমুখ।
অনুষ্ঠানে সকলে পুলিশ বক্সটির পুনঃসংস্কারের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা আরও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রায় পাঁচ মাসের অচলাবস্থার পর আজ থেকে শিবরামপুর পুলিশ বক্সে রাতে নিয়মিত পুলিশি টহল শুরু হবে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই উদ্যোগটি এলাকায় নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পুনর্নির্মাণকাজ শেষে পুলিশ বক্সটির কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ ও আশার সঞ্চার হয়েছে।