নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের খালপাড় ছাত্র ও যুব সংঘের উদ্যোগে বায়তুল মামুর মসজিদ প্রাঙ্গনে ২০২৪ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য নুর নবীর সঞ্চালনায় ও খালপাড় আদর্শ সমাজের সভাপতি জনাব সাখাওয়াত উল্লার সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও অত্র এলাকার কৃতি সন্তান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালপাড় আদর্শ সমাজের সাধারণ সম্পাদক জনাব ইউনুস নবী জিয়া, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, ইউনিয়ন যুব দলের আহবায়ক আনোয়ার হোসেন-সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা হাবিবুর রহমান, হাফেজ আবদুল মোতালেব সুমন, আজাদ হোসেন,নজরুল ইসলাম সাইমুন।
সংগঠনটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গরিব মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতা, এলাকার হত দরিদ্রদের সহযোগিতা, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সহ সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম করে আসছে।
এই সময় সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য ইমরান হোসেন'কে সভাপতি এবং ইসমাইল হোসেন পারভেজ'কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।