কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী’র দ্রুত সুস্থতা কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব মিলায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিল পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন ও অফিসার্স কোয়ার্টার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়ূম।
এসময় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশীদ, ক্রীড়া সম্পাদক এমআর মাহাবুব, নির্বাহী সদস্য যথাক্রমে এমআর খোকন, মোয়াজ্জেম হোসাইন শাকিল, সদস্য আমান উল্লাহ, জসিম সিদ্দিকী, এহসান আল কুতুবী, শাহ আলম, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, আনন্দ টিভির কক্সবাজার প্রতিনিধি এস্তে ফারুক, নাগরিক টিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য যথাক্রমে এম বেদারুল আলম, জিয়াউল করিম, মোহাম্মদ খোরশেদ হেলালী প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের একটি সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই প্রবীণ সাংবাদিক। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।