শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫

নওগাঁয় যাত্রাপালার নামে চলা অশ্লীল নাচ বন্ধ করল প্রশাসন, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ পিএম

নওগাঁয় যাত্রাপালার নামে চলা অশ্লীল নাচ বন্ধ করল প্রশাসন, লাখ টাকা জরিমানা

নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহরের প্রেম গোসাই মেলায় যাত্রাপালার নামে চলা অশ্লীল নাচের আসরে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ ছাড়া অশ্লীল নাচ চালানোর দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর এলাকায় ২১ জানুয়ারি ঐতিহাসিক প্রেম গোসাই মেলা শুরু হয়। মেলা শুরুর দিন থেকেই যাত্রাপালার নামে অশ্লীল নাচ চলছিল। গুজিশহর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে রাত হলেই বসত এ নাচের আসর। যাত্রাপালার নামে অশ্লীলতা বন্ধের জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেন স্থানীয় বাসিন্দারা। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ মেলা প্রাঙ্গণে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মেলা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেন এবং যাত্রাপালার নামে অশ্লীল নাচ বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, যাত্রাপালার নামে অশ্লীলতা চলছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মেলা কর্তৃপক্ষকে যাত্রাপালার নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে প্যান্ডেল ভেঙে দেওয়া হয়। সেই সঙ্গে মেলা কমিটিকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। আবারও অশ্লীল নাচ চালানো হলে কারাদণ্ডের মতো কঠিন শাস্তি দেওয়া হবে।