শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫

পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: দুদক মহাপরিচালক

আজকের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ পিএম

পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: দুদক মহাপরিচালক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আখতার হোসেন।
রোববার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ২০১৪ সালে অটিস্টিক বা অটিজম শিশুদের মান উন্নয়নে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। প্রতিষ্ঠান পর থেকে সরকারি অনুদানের পাশাপাশি সামাজিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জমা হতে থাকে মোটা অঙ্কের অর্থ।
 
দুদক জানিয়েছে, সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থটি। দুদক বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনের করমুক্ত করা ও মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করেন পুতুল।
সংস্থাটি বলছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর করে ফাউন্ডেশনের সদস্য করা ও অনুদান দিতে বাধ্য করেন পুতুল। এমনকি প্রতিষ্ঠানের অনুকূলে দান করা অর্থের উপর বছরের পর বছর আয়কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড। এভাবেই রাষ্ট্রীয় অর্থের লোপাট করেন শেখ হাসিনার মেয়ে। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে প্রকল্পের নামে ৪৫০ কোটি টাকা লোপাটসহ বেতন-ভাতা বাবদ নিয়েছেন নানা সুবিধা, যা খতিয়ে দেখা হচ্ছে।
 
পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণও পেয়েছে দুদক। মহাপরিচালক জানান, প্লট জালিয়াতি মামলার এই আসামিকে দেশে ফেরাতে উদ্যোগ নেবেন তারা।
 
আখতার হোসেন বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা, সেই বিষয়ে দুদকের তদন্ত দল কাজ করছে।’
এদিন সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৫২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক।