শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫

টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম

টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মালবাহী ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি।

আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৭ টায় টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাহবুব আলম গোপালপুর উপজেলার ফরিদ মাহমুদ এর ছেলে। মাহবুব আলম পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন। আহত অজ্ঞাত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, মাহবুব আলম তার এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন।

ভোর ৭টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কে কুঠিবয়ড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাহবুব আলমের মৃত্যু হয়। আহত হয় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, মাহবুব আলমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।