বাগেরহাটের ফকিরহাট কারামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় ৫৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার মাঠে বেলা ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা ও ফকিরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোফাজ্জল হায়দার। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ এবিএম আব্দুল মালেক শেখ। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন মাদ্রাসার জ্যেষ্ঠ ক্রীড়া শিক্ষক মফিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মাও. ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ আল মামুন, মাও. মোস্তাকীম বিল্লাহ, আবুল আলা মাসুম, মাও. হোসাইন আহম্মদ, মাও. বোরহানুজ্জামন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যনেজিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদরাসায় শিশু শ্রেণি থেকে ফাজিল শ্রেণি পর্যন্ত একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়।