টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেল প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা সমবাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ অন্যান্যরা।
এসময় ধনবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সানোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হোসাইন, ধনবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাঙ্গীর আলম, ধনবাড়ী সরকারী কলেজের প্রভাষক মিল্টন সিদ্দিকী, সাংবাদিক পলাশ ইসলাম ও মুশুদ্দি ইউপি সচিব ফজলুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা সভায় ধনবাড়ী উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, অবৈধ মাটি কাটা, বখাটে, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, বাল্য বিবাহ, ঘুষ কারবারি বন্ধ সহ বিভিন্ন অপরাধমূলক বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা করেন।