শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫

গুইমারা উপজেলায় সিন্দুকছড়ি জোন কর্তৃক মানবিক সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা

মো: সুমন, রাজস্থলী

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ পিএম

গুইমারা উপজেলায় সিন্দুকছড়ি জোন কর্তৃক মানবিক সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা

স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।

জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

২৭ জানুয়ারি সোমবার সিন্দুকছড়ি জোন কমান্ডার ইসমাইল সামস আজিজি পিএসসি, জি এর নির্দেশে গড়াইছড়ি আর্মি ক্যাম্পের অন্তর্ভুক্ত ডেবলছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন সিন্দুকছড়ি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির।

চিকিৎসা শেষে উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ দেন এবং পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ সেনাবাহিনী।