শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫

চিলিতে পর্যটকবাহী নৌকা ডুবে ৬ জনের মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৫, ০২:০১ পিএম

চিলিতে পর্যটকবাহী নৌকা ডুবে ৬ জনের মৃত্যু

চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৯শ’৬০ কিলোমিটার দক্ষিণে চিলির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওসোর্নো প্রদেশের সান জুয়ান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

ন্যাশনাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড রেসপন্স সার্ভিস এর আগে দুর্ঘটনার পর ৪ জনের মৃত্যু, ৩ জন নিখোঁজ এবং ২৭ জন জীবিত থাকার কথা জানিয়েছে। 

ওসোর্নোর প্রধান প্রসিকিউটর স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নৌকার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মোটর চালিত নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। যার ফলে নৌকাটি পাথরের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়।