সোমবার, এপ্রিল ২১, ২০২৫

কোম্পানীগঞ্জে মডেল হাইস্কুলের অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

রমজান আলী, কোম্পানীগঞ্জ

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম

কোম্পানীগঞ্জে মডেল হাইস্কুলের অভিভাবক  সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলের শিক্ষায় গুনগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হারুনুর রশিদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ কামাল পারভজ, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার আবদুল হালিম, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও কবিরহাট আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুস প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। অভিভাবক সমাবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।