বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

সৌদিয়া বাসে মিলল কোটি টাকার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৩ এএম

সৌদিয়া বাসে মিলল কোটি টাকার ইয়াবা

হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশী চালিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে ১ কোটি ৪ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকার মূল্যের ইয়াবা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ইয়াবার পরিমাণ ৩ হাজার ৬০ পিস। এ সময় বিজিবি সৌদিয়া বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে বিজিবি।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

শুক্রবাব (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজারের  টেকনাফ হতে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস হোয়াইক্যং চেক-পোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত বাসটি তল্লাশীকালীন বাসের চালক, সুপারভাইজার এবং হেলপারের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশী করা হয়।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে বাসের সিলিং-এর উপরে সাউন্ড বক্সের ভিতরে এবং সীটের নিচে চৌম্বুক দ্বারা বিশেষ ভাবে ফিটিং অবস্থায় ৩ হাজার ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামীদের নিকট হতে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা, বাস ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লক্ষ ৫৮হাজার ৫শত টাকা। তিনি আরো বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধ জব্দকৃত ইয়াবা, বাস এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ  থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।