সোমবার, এপ্রিল ২১, ২০২৫

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাবুল রানা ,মধুপুর

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ পিএম

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উত্তর টাঙ্গাইলের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নিতাই চন্দ্র করে এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।
 শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী শিহাব সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।