রবিবার, ফেব্রুয়ারী ২, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার কর্মী শিক্ষা শিবির

শেখ আসাদুজ্জামান, ফকিরহাট

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার কর্মী শিক্ষা শিবির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাটের ফকিরহাট উপজেলা শাখার কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১ ফেব্রুয়ারি) ফকিরহাট কারামতিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপি এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাও: আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাও: মশিউর রহমান খান।

এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাও: রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির এ্যড. মাও: শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা মহানগরের সাবেক আমির এ্যড মো. আনসার উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন ও জেলা বাইতুলমাল সেক্রেটারি আবু বকর সিদ্দিক।

কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাও: এ.বি.এম তৈয়াবুর রহমান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি আবুল আলা মাসুম। আপ্যায়ন পরিচালনায় ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সহ-সভাপতি ও উপজেলা সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান।

এসময় হাফেজ আব্দুস সামাদ হোসেন, অধ্যাপক ফরহাদ হুসাইন, মো. শাহ আলম, আ. রব, রবিউল ইসলাম, সুমন হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকসহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।