কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক। অভিযান চলাকালীন মাদক পাচারকারী আব্দুস সবি (৫০) মারা যায়। তিনি শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার বাসিন্দার সৈয়দের ছেলে আব্দুস সবি (৫০)।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বলেন, ১ ফ্রেব্রুয়ারি শনিবার ১১ টায় গোপন সংবাদে জানতে পারি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া এলাকা দিয়ে একটি মাদকের বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদে বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ ও র্যাব-১৫ সিপিসি-১ এর যৌথ শাহপরী দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড টহল দল বোটটিকে থামার জন্য সংকেত দেয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে অবস্থানরত ৫ জন ইয়াবা পাচারকারী সমুদ্রে লাফ দেয়। কোস্টগার্ড আভিযানিক দল ২ জন ইয়াবা পাচারকারীকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। বাকি ৩ জন শাহপরী দ্বীপ বেরিবাঁধ এলাকা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বোট থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত মাদক পাচারকারী হল, টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার বাসিন্দার আব্দুস জব্বারের ছেলে মুহাম্মদ তুহিন (২০)।
উদ্ধারকৃত ২ জন পাচারকারী হতে আব্দুস সবি (৫০) পানিতে ডুবে যায়। ১৫ মিনিট উদ্ধার অভিযান শেষে মাদক কারবারি আব্দুস সবিকে অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীর্ঘ চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হবে।
স্থানীয় সু্ত্রে জানা যায়, পলাতক আসামীরা দীর্ঘদিন ধরে শাহ্পরীর দ্বীপ মাঝের পাড়া ও ডাঙার পাড়া দিয়ে প্রতিনিয়ত ইয়াব বহন সহ মানব পাচারের সাথে সক্রিয় সিন্ডিকেট হয়ে কাজ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় সাধারণ মানুষ এই প্রতিবেদকে জানায় স্থানীয় শাহপরীর দীপের যুবদল নেতা মৌলভী আব্দুল্লাহ সেন্টমার্টিনএ অবস্থান করে এই মাদককার করে যাচ্ছে বলে অভিযোগ করেন।