বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

মৌলভীবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম

মৌলভীবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজারে মঈন উদ্দীন চৌধুরী ফাউন্ডেশন এর আয়োজনে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে কাজির বাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 
 
ফাউন্ডেশনের চেয়ারম্যান মছলেহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  ডা. নিজাম আহমেদ চৌধুরী ও সি. শিক্ষক নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) বুলবুল আহমদ, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার তাজ উদ্দীন, পাবলিক প্রসিকিউটর আব্দুল মতিন, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জলিল উদ্দিন চৌধুরী, আপ্তাব উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম প্রমূখ।